বরিশালে ১০০ বছরের বিরোধ ভুলে বন্ধুত্ব স্থাপনে চুক্তিপত্রে সই
- আপডেট সময় : ০৫:৩৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
- / ১৬২৮ বার পড়া হয়েছে
আজ মধ্য রাতেই শেষ হচ্ছে সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা। জেলে পাড়ায় এখন সাজসাজ রব। জাল ও ট্রলার মেরামত আলকাতরা ও রং এর কাজ শেষ করে রওয়ানা করার জন্য প্রস্তুত। দীর্ঘদিন মানবেতর জীবনযাপন ঠেকাতে তারা দেনার মধ্যে পড়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে মাছের দেখা মিলবে প্রত্যাশা সবার।
প্রায় দুই মাসের বেশি সময় ধরে জাল নাও ছেড়ে বেকার সময় কেটেছে পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জেলেদের। সমুদ্রে সব ধরনের মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে চলছে সাগরে নামার প্রস্তুতি। মধ্য রাতের অপক্ষোয় জেলেরা।
এই ৬৫ দিনে সংসার খরচের জন্য সরকারি সহযোগিতা অপ্রতুলতার অভিযোগ দীর্ঘদিনের। এসময়টা সবচে বেশি দেনা নিতে হয় তাদের। আবহাওয়া অনুকূলে থাকলে ও জালে কাঙ্খিত মাছের দেখা মিললে দেনা পরিশোধের প্রত্যাশা করছেন তারা।
নিরাপদ প্রজননের পরিবেশে ইলিশসহ সামুদ্রিক সব মাছের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে মনে করেন মৎস্য বিভাগ সংশ্লিষ্টরা।
সামুদ্রিক ৪৬০ প্রজাতির মাছের নিরাপদ প্রজনন ও উৎপাদন বাড়াতে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত সাগরে সব ধরনের মাছ ধারার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার।এসময় ভ্রাম্যমান আদালতের রাজস্ব আদায় হয়েছে ৬ লাখ ৬০ হাজার টাকা।