মনোনয়ন পেয়েছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই, আবদুল কাদের মির্জা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ থেকে টানা তৃতীয় বারের মতো নোয়াখালীর বসুরহাট পৌরসভায় মেয়র পদে মনোনয়ন পেয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই, আবদুল কাদের মির্জা।
আগামী ১৬ই জানুয়ারি হবে, এই নির্বাচন। যাতে গত ৩১ ডিসেম্বরই নিজের ইশতেহার দেন, আবদুল কাদের মির্জা। ওইদিন দলের সভায় নেতাকর্মীদের মাঝে দেয়া বক্তব্যই এখন তুমুল আলোচনার বিষয়। অনিয়ম-দুর্নীতিতে নেতাকর্মীদের জড়িয়ে যাওয়া নিয়েও বিরক্তি ও ক্ষোভ জানান, আওয়ামী লীগের এই মেয়র প্রার্থী।