উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় ‘অস্বাভাবিক মূল্য’ না দেখানোর নির্দেশনা
- আপডেট সময় : ০৭:১০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় ‘অস্বাভাবিক মূল্য’ যেনো দেখানো না হয়– সে বিষয়ে সজাগ থাকতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
‘মন্ত্রণালয় ও বিভাগগুলোর বাজেটে বরাদ্দকৃত ব্যয়সীমার মধ্যে প্রকল্প গ্রহণ’ শিরোনামে সোমবার ছয়টি নির্দেশনা পাঠানো হয়েছে সব বিভাগের সচিবদের। সাম্প্রতিক সময়ে সরকারি প্রকল্পে বিভিন্ন সহজলভ্য পণ্যের ‘অস্বাভাবিক’ দাম নির্ধারণ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বেশকিছু খবর- দপ্তরগুলোকে বিব্রতকর অবস্থায় ফেলেছে। গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হওয়ায় কিছু কিছু প্রকল্প সংশোধনও করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চিঠিতে বলা হয়েছে, “লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ তাদের মধ্যমেয়াদী বাজেট কাঠামোর আওতায় সংশ্লিষ্ট অর্থবছরে সিলিং বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ করছে। ফলে সরকারের রাজস্ব আয়ের সঙ্গে চলমান প্রকল্পের বরাদ্দে সামঞ্জস্যতা থাকছে না। এছাড়া সিলিং বহির্ভূত প্রকল্প গ্রহণ করায় সকল প্রকল্পে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ প্রদান করাও সম্ভব হচ্ছে না। প্রাক্কলন ও প্রক্ষেপণের বাইরে প্রকল্প গ্রহণ সরকারের সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনার সঙ্গে ‘সামঞ্জস্যপূর্ণ নয়’ জানিয়ে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে ৬ বিষয়ে সজাগ থাকতে মন্ত্রিপরিষদ বিভাগ অনুরোধ জানিয়েছে।