মন্দার ধাক্কা এড়াতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:১৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এ কারণে দেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। সকালে ফায়ার সার্ভিস সপ্তাহ’র উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় বিশ্ব মন্দার ধাক্কা এড়াতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সরকার প্রধান।
নিজের জীবন বাজি রেখে অগ্নি দুর্ঘটনা থেকে দেশের মানুষের যান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে ফায়ার সির্ভিসের কর্মীরা। এমন কাজ করতে গিয়ে জীবনও দিয়েছেন অনেক ফায়ার কর্মী। শুধু অগ্নি নির্বাপন নয়, সকল দুর্যোগেও কাজ করেন তারা। বর্তমানে সারা দেশে ৪৯১টি ফায়ার সার্ভিসে কাজ করছেন ১৪হাজার ৪শ ৪৩ জন ফায়ার ফাইটার।
ফায়ার সার্ভিস সপ্তাহ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভাচূয়ালী যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তাকে অভিবাদন জানান ফায়ার ফাইটাররা।
অনুষ্ঠানে বিরত্বপুর্ন অবদানের জন্য ৪ ক্যাটাগরিতে ৪৫ জন ফায়ার ফাইটারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স পদক প্রদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বক্তব্যে বর্তমানে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উন্নতি-অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আজীবন ফায়ার সার্ভিস সদস্যদের রেশন প্রধানের পরিকল্পনা রয়েছে সরকারের।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকার টানা ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।
বিশ্ব অর্থনীতির মন্দার মধ্যেও দেশের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না জানিয়ে এমন ধাক্কা মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান সরকার প্রধান।
ফায়ার সার্ভিসের সদস্যদের আজীবন রেশন প্রদানের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।