‘মন কান্দে’ গান নিয়ে সৈয়দ অমির বাজিমাত
- আপডেট সময় : ০৫:৫৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ মার্চ ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
বিনোদন প্রতিবেদক : এ প্রজন্মের কণ্ঠশিল্পী সৈয়দ অমি। ইত্যেমধ্যে সেমি ক্লাসিক ফোক, সুফি ও আধুনিক ঘরানার গান করে জনপ্রিয়তা পেয়েছেন এই কণ্ঠশিল্পী। ফোক গানের পাশাপাশি অমি হাজির হয়েছেন নতুন আধুনিক গান নিয়ে। মুক্তির অপেক্ষায় রয়েছে ২০টির মতো নতুন গান।
এর আগেও একাধিক আধুনিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এগুলো হলো- সিডি চয়েজের ব্যানারে ‘অবুঝ মন’, সিএমবি মিউজিকের ব্যানারে ‘ভুল করে’, সঙ্গীতা মিউজিকের ব্যানারে ‘ওরে প্রিয়া’, ঘুম না আসার রাতে, তুই, প্রেম দরিয়া, মন কান্দে, লক্ষী সোনা সহ অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন তিনি।
এই গানগুলোর মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় পেয়েছে ‘মন কান্দে’। গানটি ২০২১ সালে বাংলাদেশের সর্বোচ্চ মৌলিক হিট গান ছিল। গানটির বর্তমান ভিউ ৫ কোটি। তিনি দেশের মধ্যে এবং দেশের বাহিরেও অনেক স্টেজ শো, কর্পোরেট শো নিয়মিত করছেন। এছাড়াও তিনি বিজ্ঞাপন ও নাটকেও গান করেছেন।
এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী সৈয়দ অমি বলেন, ‘মন কান্দে’ গানের মাধ্যমেই আমি আমার শ্রোতাদের সর্বোচ্চ ভালোবাসা পেয়েছি এবং জনপ্রিয়তা অর্জন করেছি। আমি দর্শক-শ্রোতাদের ভালোবাসায় মুগ্ধ। গানের মাধ্যমেই আমি আমার দর্শকদের হৃদয়ে সারাজীবন বেঁচে থাকতে চাই।’
এছাড়াও তিনি বেশ কয়েকটি সিনেমাতে প্লেব্যাক করেছেন। তার মধ্যে মুক্তি পেয়েছে ‘আব্বাস’ সিনেমার টাইটেল সং, অমানুষ সিনেমার ‘খোদা জানে’। আর মুক্তি অপেক্ষায় রয়েছে ‘বর্ডার, লাভ ইস বিউটিফুল, প্রেম প্রীতির বন্ধন, কয়লা, কাঠ গোলাপ, কিল হিম, স্বপ্ন সিনেমার গান করেছেন তিনি।
উল্লেখ্য, খুব শিগগিরই তার নিজস্ব ইউটিউব চ্যানেলে আসছে নতুন মিউজিক ভিডিও। এরই মধ্যে মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। বর্তমানে এডিটিং এর কাজ চলছে।