মমতার নির্বাচনী প্রচারণায় ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ২৪ ঘণ্টা নির্বাচনী প্রচারণায় নিষেধাজ্ঞা দিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত কোনো জনসমাবেশে বক্তব্য রাখতে পারবেন না তৃণমূল এই নেত্রী। বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলে গেলো ৩ এপ্রিল তারকেশ্বরের জনসভায় মন্তব্য করায় মমতার বিরুদ্ধে এই খগড় নেমে আসে। অন্যদিকে কোন উস্কানিমূলক বক্তব্য দেননি জানিয়ে তৃণমূল নেত্রী বলেন, তার ভাষণে সর্বক্ষণ সম্প্রীতির কথাই ছিলো। তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, ভাষণের মূল অংশটি এড়িয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।