ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা সাতজন নিহত

- আপডেট সময় : ০৬:০১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৭৯৯ বার পড়া হয়েছে
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা সাতজন নিহত হয়েছে। বেলা সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জন পুরুষ, এক শিশু ও এক নারী রয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়মনসিংহ-শেরপুর আঞ্চলিক মহাসড়কের আলালপুরে তারাকান্দার দিক থেকে আসা ময়মনসিংহগামী অটোরিকশাটি একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে শেরপুরগামী বাসের সামনে পড়ে যায়। এতে বাসের চাপায় দুমড়ে মুচড়ে যায় অটোরিকশা। এ সময় অটোরিকশায় থাকা নারী-শিশুসহ সাত যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এর মধ্যে অটো চালক আলামিন, স্বামী-স্ত্রী বাবুল ও শিলা এবং তাদের সাত বছরের ছেলে সাদমানের পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় পাওয়া যায়নি।
ব্যস্ত সড়কে গাড়ির বেপরোয়ার গতির কারণেই প্রায়ই দুর্ঘটনা ঘটেছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। নিহতদের দাফনের জন্য প্রত্যেককে ২০ হাজার টাকা করে দেওয়া হবে এবং ঘটনা তদন্তে কমিটি গঠন করা হবে বলে জানান জেলা প্রশাসক। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হলেও পালিয়ে যায় বাস চালক। সড়কে যানবাহন স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।