মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

- আপডেট সময় : ১২:৩৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৪২ বার পড়া হয়েছে
আফ্রিকার দেশ মরক্কোতে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত তিন’শ জন নিহতের খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। আহত হয়েছেন আরও বহু মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এমন অবস্থায় চারদিকে হাহাকার করছেন মানুষ। হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। শুক্রবার রাত ১১টার দিকে হওয়া ভূমিকম্পে ধসে গেছে রাবাত ও মারাকাশের বহু বাড়ি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে যে, ৫০০ বছরের মধ্যে ওই এলাকায় এত বড় ভূমিকম্প হয়নি। এদিকে, ভূমিকম্পের সময় ধারণকৃত ভিডিও ও স্থিরচিত্র ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভূমিকম্পের তাণ্ডবে লণ্ডভণ্ড বাড়িঘরের দেয়ালের ধ্বংসস্তূপ ও ধুলোর মেঘে ঢাকা শহরের বীভৎস চিত্র ধরা পড়ে ধারণকৃত ভিডিওতে। অন্যদিকে, কম্পনের সময় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার জন্য রাস্তায় দৌড়াতে দেখা যায়। কর্তৃপক্ষ জানায়, রাতে বেশিরভাগ মানুষ যখন ঘুমিয়ে ছিলেন, তখন ভূমিকম্প হওয়ায় প্রাণহানির সংখ্যা বেশি হয়েছে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েছেন অনেকেই। আশঙ্কা করা হচ্ছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।