মরণ ফাঁদে পরিণত হয়েছে সাভারের বনগাঁও ইউনিয়নের প্রধান সড়ক
- আপডেট সময় : ০৮:৪৭:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মরণ ফাদে পরিণত হয়েছে সাভারের বনগাঁও ইউনিয়নের প্রধান সড়ক। সড়কটির অধিকাংশ স্থানেই খানা খন্দ আর ভাঙ্গাচোড়া। সড়কটিতে চলাচাল করতে গিয়ে চরম দূর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। দীর্ঘদিন ধরে বেহাল দশায় থাকা সড়কটি সংস্কারে নেই কোন উদ্যোগ।
বনগাঁও ইউনিয়নের প্রধান সড়কটি দিয়ে হাজারো মানুষের যাতায়াত। প্রায় ১৬ কিলোমিটার এ সড়কটির অধিকাংশ স্থানেই রয়েছে খানাখন্দএ ভরা। সড়কের এমন অবস্থায় চলাচলরত পথচারী আর গ্রামবাসীর দূর্ভোগ চরম পর্যায়ে পৌচেছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দূর্ঘটনা। যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি।
সড়কে যানবাহন নিয়ে চলতে গিয়ে হরহামেশাই ঘটছে দূর্ঘটনা। চালকরা জানালেন তাদের ভোগান্তির কথা…
স্থানীয়রা জানালেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশায় থাকলেও সড়ক সংস্কারে সংশ্লিষ্টদের নেই কোন পদক্ষেপ। হচ্ছে হবে বলেই পেরিয়ে গেছে ৫ বছর।
রাস্তার এ বেহাল দশার জন্য নিজের দায় স্বীকার করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম ।
এদিকে, প্রায় ১৬ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি সংস্কারে টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকর্তা।
সড়কটি সংস্কারে উদ্যোগী হবেন এমনটাই প্রত্যাশা এ অঞ্চলের বাসিন্দাদের।