মশিয়ালীর আলোচিত ট্রিপল মার্ডারের মূল অভিযুক্ত ৩ আসামীকে ৫ দিনের রিমান্ড
- আপডেট সময় : ০৫:১৮:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০
- / ১৫২৮ বার পড়া হয়েছে
খুলনার মশিয়ালীতে আলোচিত ট্রিপল হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও এজাহারভূক্ত আরেক আসামি রেজওয়ান শেখ রাজুকে পাঁচদিনের রিমান্ডে নিয়েছে ডিবি পুলিশ।
দুপুরে মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে আসামীদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক মো. শাহীদুল ইসলাম ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। তদন্ত কর্মকর্তা এনামুল হক বলেন শুক্রবার সকালে তাদেরকে ঢাকার মিরপুর এলাকার একটি বহুতল ভবন থেকে গ্রেফতার করা হয়।হত্যাকাণ্ডের পর দীর্ঘ তিন মাস তারা আত্মগোপনে ছিলেন। গত ১৬ জুলাই রাতে নগরীর মশিয়ারীতে প্রভাবশালী মিল্টন ও জাকারিয়াদের গুলিতে গ্রামের নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম নিহত হয়। গুলিবিদ্ধ হয় আরও ১০ জন।পরে বিক্ষুব্ধ গ্রামবাসী জাকারিয়ার আত্মীয় জিহাদ নামের এক যুবককে পিটিয়ে হত্যা ও তাদের বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়। হত্যা মামলায় এ পর্যন্ত মোট ২২ আসামীর মধ্যে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে ছয় জন হত্যায় জড়িত স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।