মহাখালীতে চালু হলো দেশের সবচেয়ে বড় করোনা হাসপাতাল
- আপডেট সময় : ০৩:০০:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
রাজধানীর মহাখালিতে চালু হলো করোনার সবচেয়ে বড় বিশেষায়িত হাসপাতাল। পর্যায়েক্রমে এই হাসপাতালে ঠাঁই হবে এক হাজার রোগীর। সকালে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটির উদ্বোধন করে বলেন, এই প্রতিষ্টানটি দেশের জন্য মাইল ফলক হয়ে থাকবে। তিনি আরো জানান, করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশে মাত্র ২০ দিনের মধ্যে এই হাসপাতালের সেবা কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে।
ঢাকা উত্তর সিটি করপোরশনের মহাখালী কাঁচাবাজারের এক লাখ ৮০ হাজার ৫৬০ বর্গফুট আয়তনের ভবনটি এখন দেশের সর্বোবৃহত করোনা হাসপাতাল। এত দিন ওই মার্কেটটি ব্যবহৃত হতো করোনা আইসোলেশন সেন্টার এবং বিদেশগামীদের করোনা পরীক্ষার ল্যাব হিসেবে।
বহু জল্পনা-কল্পনার পর অবেশেষে করোনা দ্বিতীয় ধাক্কা সমলাতে রবিবার আনুষ্ঠানিকভাবে এই হাসপাতালের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সশস্ত্র বাহিনীর সার্বিক তত্তাবধানে পরিচালিত হবে বিশেষায়িত এই হাসপাতালটি। আপতত ৫০ বেডের আইসিইউ ৫০ ইমারজেন্সি ও ১৫০ টি সাধারণ শয্যা নিয়ে শুরু হচ্ছে প্রথমিক যাত্রা। ১৩০ জন চিকিৎসক, ৩০০ নার্স নিয়ে যাত্রা শুরু হয়েছে এই হাসপাতাল।
চলতি মাসের মধ্যেই পূর্ণাঙ্গ ১ হাজার বেড চালু করার পরিকল্পনার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, করোনা মোকাবিলায় এই হাসপাতাল হবে মাইল ফলক। দাবি করেন স্বাস্থ্যবিধি না মানায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
সোমবার সকাল আটটা থেকে শুরু হবে ডিএনসিসি ডেডিকেটেড কোভিড ১৯ হাসপাতালে রোগী ভর্তি কার্যক্রম। হাসপাতালটিতে ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।