মহানবী (সা:) কে নিয়ে ব্যঙ্গ চিত্র ও কটুক্তি করায় মুসলমানদের করা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ বিএনপি
- আপডেট সময় : ০২:৩৫:৫১ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
মহানবী (সা:) কে নিয়ে ফ্রান্স ব্যঙ্গ চিত্র ও কটুক্তি করায় বিশ্বব্যাপী মুসলমানদের করা আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিএনপি-এমন তথ্য জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দুপুরে রাজধানীর গুলশানে চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এমন মন্তব্য করেন তিনি। হয়রত মুহাম্মদ (সা:) নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের আপত্তিকর মন্তব্য করায় বিশ্বের প্রায় ২শ কোটি মুসলমানের সাথে সমর্থন জানান মির্জা ফখরুল। দেশটির প্রেসিডেন্টের এমন বক্তব্যে বিশ্ব মানবতা হুমকির মুখে পড়েছে বলেও দাবি করেন তিনি। এর থেকে উত্তরণে তাকেই উদ্যোগ নেয়ার আহবান জানান বিএনপি মহাসচিব। এসময় তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন আইন ২০২০ নির্বাচন কমিশন প্রনয়ন করলে অনেকেই নির্বাচনে অংশ নেয়া কঠিন হয়ে পড়বে বলেও দাবি করেন তিনি। এই আইনের বিষয়ে বিএনপির পক্ষ থেকে সুপারিশ মালা কমিশনে জমা দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া তিনি আরো বলেন, সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ১১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলেও জানান মির্জা ফখরুল। এছাড়া বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪১ বিলিয়ন হওয়ায় অর্থনীতি নতুন গতি হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব।