মহান বিজয় দিবসে, বীর শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা
- আপডেট সময় : ০৭:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
- / ২০৮০ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবসে শ্রদ্ধা ও ভালবাসায় একাত্তরের বীর শহীদদের স্মরণ করলো পুরো জাতি। সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে তৎপর একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
১৬ ডিসেম্বর ১৯৭১। বাংলার দামাল ছেলেদের ৯ মাসের জীবনপন লড়াই শেষে পরাজিত হয় হানাদার পাকিস্তানি ও তাদের এদেশী দোসররা। ৩০ লাখ শহীদ এবং ২ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্বের বুকে স্বাধীন সার্বোভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে লাল সবুজের বাংলাদেশ।
৫১ বছর পর সেই একই দিনে সূর্যের রক্তিম আভা বলে দেয় অনেক ত্যাগ ও রক্তক্ষয়ে মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ।
ঘড়ির কাটায় সকাল পৌনে ৭টা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রথমে রাষ্ট্রপতি পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারি বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
এসময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকষ দল রাষ্ট্রীয় সালাম জানান। বিউগলে বাজে করুণ সুর।
রাষ্ট্রপতির সঙ্গে শ্রদ্ধা জানাবার পর দলীয় শীর্ষ নেতাদের নিয়ে আরো একবার শহীদ বেদীতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতায় সামিল হন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সংসদের বিরোধী দলীয় নেতার পক্ষেও জানানো হয় ফুলেল শ্রদ্ধা।
এরপর যুবলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান একাত্তরের বীর শহীদদের প্রতি।
পরে গণমাধ্যমকে দেয়া প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দেশের অগ্রগতিকে নস্যাৎ করতে তৎপর একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাবার পর জাতীয় স্মৃতি সৌধ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।