মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় স্বশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ
- আপডেট সময় : ০২:০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় স্বশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ। এতে সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সামরিক বাহিনীর পদাতিক কুচকাওয়াজের পাশাপাশি অনুষ্ঠিত হয় যান্ত্রিক বহর প্রদর্শনী। এছাড়াও বাহারি ডিজাইনের ভিন্ন ভিন্ন বাহনে সরকারের উন্নয়ন তুলে ধরে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তর।
জাতীয় প্যারেন্ড গ্রাউন্ডে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় উপস্থিত ছিলেন, তিন বাহিনীর প্রধান।
প্যারেড গ্রাউন্ডে এসেই অভিবাদন মঞ্চে যান রাষ্ট্রপতি আবদুল হামিদ। এরপর জাতীয় সংগীত পরিবেশনের পর সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে সম্মান জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর খোলা জিপে প্যারেড পরিদর্শন করে আবারও অভিবাদন মঞ্চে আসেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শুরু হয় মহান বিজয় দিবসের কুচকাওয়াজ।
অভিবাদন মঞ্চ থেকে কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। পদাতিক কুচকাওয়াজের পর শুরু হয় বিভিন্ন যান্ত্রিক বহর প্রদর্শনী। কুচকাওয়াজে অংশগ্রহণকারী যান্ত্রিক বহরে সমরাস্ত্রের পাশাপাশি সরকারের উন্নয়ন তুলে ধরে সরকারি বিভিন্ন বিভাগ। বাহারি ডিজাইনের বিভিন্ন বাহনের বহর সবারই নজর কাঁড়ে।
অনুষ্ঠানে সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ ছিল বিমান বাহিনীর ফ্লাইপাস্ট এবং এরোবেটিক ডিসপ্লে। অত্যাধুনিক যুদ্ধ বিমানের নানা কসরত রাজধানীর আকাশে নান্দনিক দুত্যি ছড়ায়। কুচকাওয়াজে প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন নয় পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আকবর হোসেন।
শেষে সামরিক বাহিনীর সদস্য ও আগত অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী