মহান স্বাধীনতা দিবসে ফুলেল শ্রদ্ধায় ৭১’এর বীর শহীদদের স্মরণ করেছে জাতি
- আপডেট সময় : ০৩:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
মহান স্বাধীনতা দিবসে ফুলেল শ্রদ্ধায় ৭১’এর বীর শহীদদের স্মরণ করেছে জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছিল শ্রদ্ধা জানাতে আসা মানুষের ঢল। করোনার ভীতি কমায় সবার মাঝে ছিল বাড়তি স্বতস্ফূর্ততা। এসময় লুটপাট ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলাই সরকারের বড় চ্যালেঞ্জ বলে মত দেন সচেতন নাগরিক। তবে দেশের যেকোন সংকট থেকে উত্তোরণে বঙ্গবন্ধুর আদর্শ একমাত্র উপায় বলে মনে করেন শিক্ষাবিদসহ সুশীল সমাজ।
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধের দৃশ্য এটি।
লাখো মানুষের ভীড়ে ৬ বছরের ছোট্ট শিশু সাফোয়ানের চেষ্টা ছিল চোখে পড়ার মত। অনেক চেষ্টার পর বাবার কাঁধে উঠে দেখে নেয় ৭১’এর বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের স্মৃতিস্তম্ভ।
৫২তম স্বাধীনতা দিবস। দীর্ঘ পতাকার পাশাপাশি সবার পোশাকেও ছিল লাল সবুজের ছোঁয়া। বিনম্র চিত্তে চলে শ্রদ্ধা জানাবার আনুষ্ঠানিকতা। দেশকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা।
শ্রদ্ধা জানাবার ভীড়ে ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
অচল দেহ। তবুও মনের জোরকে পুঁজি করে অনেকেই আসেন ৭১’এর সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে, জাতীয় স্মৃতিসৌধে।