মহামারি করোনা থেকে বাঁচার একমাত্র উপায় সম্মিলিতভাবে লড়াই

- আপডেট সময় : ০৮:০৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় সম্মিলিতভাবে লড়াই করা। আর তা না হলেই মহাবিপদ অপেক্ষা করছে বিশ্ববাসীর সামনে। আগামী বছরে দ্বিগুণ হতে পারে করোনায় মৃত্যুর সংখ্যা। এমনটি আশংকা করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্মকর্তারা।
শনিবার এক ভার্চুয়াল বৈঠকে এমনই সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের কর্তা মাইক রায়ান। তিনি বলেন, মহামারি করোনার প্রকোপে বিশ্বজুড়ে এরই মধ্যে প্রায় ১০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। যদি এখনই সম্মিলিত হয়ে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ না করা যায়, তাহলে আগামী ওয়েভে এই মৃতের সংখ্যাটা ২০ লাখে পৌঁছে যেতে পারে। চীন করোনা ভাইরাসের বিপদ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সতর্ক করেছিল ঠিক ৯ মাস আগে। চীনের সতর্কতা বার্তা পাওয়ারও বেশ কিছুদিন পর ৩০ জানুয়ারি বিশ্বজুড়ে ‘পাবলিক হেলথ ইমারজেন্সি’ ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর মধ্যে বিভিন্ন দেশে বহু ঢিলেমির অভিযোগ উঠেছে। আমেরিকা অভিযোগ করেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাফিলতির কারণে করোনা আজ মহামারির আকার নিয়েছে।