মহারাষ্ট্রে খোলা মাঠে সরকারি অনুষ্ঠানে গরমে মৃত ১১
- আপডেট সময় : ১০:১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৭২৪ বার পড়া হয়েছে
মহারাষ্ট্রে খোলা মাঠে সরকারি পুরস্কার প্রদান অনুষ্ঠানে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস।
মহারাষ্ট্র সরকার সামাজকর্মী আপ্পাসাহেব ধর্মাধিকারীকে মহারাষ্ট্রভূষণ সম্মান দিচ্ছিল। সেই অনুষ্ঠান করা হয়েছিল নবি মুম্বইয়ের খোলা মাঠে। প্রচুর মানুষ সেখানে গেছিলেন। নবি মুম্বইয়ে তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানেই প্রচুর মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হন। ১১ জন মারা যান। ৫০ জন অসুস্থকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই পুরস্কার আপ্পাসাহেবের হাতে তুলে দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিস দুজনেই উপস্থিত ছিলেন।
আপ্পাসাহেবের হাজার হাজার সমর্থক নবি মুম্বইয়ে গিয়েছিলেন। অনুষ্ঠান শুরু হয় বেলা সাড়ে এগারোটায়। চলে একটা পর্যন্ত। অনুষ্ঠানের মাঠে প্রচুর ভিডিও স্ক্রিন লাগানো হয়েছিল। মাইকের বন্দোবস্ত করা হয়েছিল। কিন্তু মাথার উপরে কোনো আচ্ছাদনের ব্যবস্থা ছিল না। ঘণ্টা দুই-তিন ওই রোদে বসে থাকায় অনেকে অসুস্থ হয়ে পড়েন।
শিন্ডে জানিয়েছেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। মৃতের পরিবারকে পাঁচ লাখ টাকা দেয়া হবে। ৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ২৪ জনের এখনো চিকিৎসা চলছে।
ফড়নবিস টুইট করে বলেছেন, অসুস্থদের চিকিৎসার খরচ সরকার দেবে।
আবহাওয়া অফিস যা জানিয়েছে
আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের কিছু রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে পাঁচ ডিগ্রি বেশি আছে। ১৯০১ সালের পর থেকে এত গরম ফেব্রুয়ারি মাস আগে কখনো যায়নি।
পশ্চিমবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় পাঁচ ডিগ্রি বেশি। কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে। পানাগড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। গরমে প্রাণান্তকর অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
পশ্চিমবঙ্গের অবস্থা
রাজ্য সরকার জানিয়েছে, তাপপ্রবাহের ফলে এক সপ্তাহ রাজ্যের সব স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।
রোববার সকালে ময়দানে ক্রিকেট খেলতে গিয়ে এক তরুণ ক্রিকেটার হৃদরোগে আক্রান্ত হন। সময়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ায় তিনি বেঁচে যান। তবে কলকাতার মাঠে এই গরমে দুপুরে ক্রিকেট প্রতিযোগিতা চলছে। সিএবির খেলাও হচ্ছে। তাতে ক্রিকেটারদের অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।