মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর পদ্মাসেতুর ২০তম স্প্যান বসানো হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ১৮ ও ১৯ নম্বর পিলারের ওপর পদ্মাসেতুর ২০তম স্প্যান বসানো হয়েছে। এর মধ্য দিয়ে দৃশ্যমান হলো পদ্মা সেতুর তিন কিলোমিটার।
দুপুর ১টায় ২০তম স্প্যানটি বসানো হয়। ১৯তম স্প্যান বসানোর ১৩ দিনের মাথায় ২০তম স্প্যানটি বসানো হলো। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের জানান, ১৫০ মিটার দৈর্ঘের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর জন্য ৩ হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ ব্যবহার করা হয়। এ শিডিউল মেনে স্প্যান বসানো গেলে ২০২০ সালের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ হবে।