মাগুরায় চারজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২০:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ১৬৮৩ বার পড়া হয়েছে
মাগুরায় চারজন নিহত হওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। জিজ্ঞাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বর পদে প্রার্থিতা নিয়ে দলাদলির ঘটনায় প্রতিপক্ষের হামলায় তারা খুন হন।
দ্বিতীয় ধাপে তফসিল ঘোষণার পর এই ওয়ার্ড থেকে সৈয়দ আলী নামে একজন মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ ঘটনার পর থেকেই গত ক’দিন ধরে এলাকায় নজরুল মেম্বার এবং সৈয়দ আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকেলে নজরুল মেম্বার সমর্থিতরা সৈয়দ আলীর সমর্থকদের উপর সশস্ত্র হামলা চালায়। এতে অন্তত ২০ জন গুরুতর আহত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে নেয়ার পথে তিনজন মারা যায়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইমরান নামে আরো একজন মারা যায়।