মাগুরা ও মেহেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মাগুরা ও মেহেরপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
মাগুরায় সদর উপজেলার চাউলিয়া এলাকায় বাস উল্টে ২ যাত্রী নিহত হয়েছে। সকালে মোহাম্মদপুর উপজেলা থেকে ছেড়ে আসা একটি লোকাল বাস চাউলিয়ার পাজাখোলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গর্তে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা নবীর ও কাবিলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫ জন।
মেহেরপুরে ট্রাক ও ভ্যানের মুখো মুখি সংঘর্ষে তাহার শেখ নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। পুলিশ জানায়, শহরর বেড়পাড়ার একটি গোলি থেকে ভ্যান নিয়ে আবু তাহের মেহেরপুর-কাথুলী সড়কে উঠছিলো। এ সময় বিপরীত দিক থেকে সবজি বোঝাই একটি ট্রাকের সাথে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই নিহত হয় সে।