মাছ ধরায় নিষেধাজ্ঞায় বেকার পটুয়াখালীর দেড় লাখ জেলে
- আপডেট সময় : ০১:৫৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ১৯৯৬ বার পড়া হয়েছে
মা ইলিশ রক্ষায় মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে বেকার হয়ে পড়েছে পটুয়াখালীর দেড় লাখ জেলে। সংসার খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় তারা। নিবন্ধনহীন জেলেরা পাচ্ছেন না সরকারি সহায়তার চাল। আর সময় মত চাল না পাওয়ার অভিযোগ করেছেন নিবন্ধিত জেলেরা। চালের সঙ্গে নগদ অর্থ সহায়তার দাবী জানিয়েছেন তারা। মৎস্য বিভাগ বলছে, চালের পরিমাণ বাড়িয়ে দ্রুত বিতরণ এবং আরও জেলেদের নাম নিবন্ধনের প্রস্তাব পাঠানো হয়েছে।
ইলিশের প্রধান প্রজনন মওসুমে প্রতি বছরই মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। ১২ অক্টোবর থেকে শুরু করে ২২ দিন চলবে এ অভিযান। অভিযান পরিচালনায় চেকপোস্ট ও টহল বৃদ্ধি করা হয়েছে। বিশেষ এলাকায় নিয়োজিত করা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নদী ও সমুদ্রে বন্ধ সব ধরণের মাছ শিকার। যার কারণে সম্পূর্ণ বেকার হয়ে পড়েছেন উপকূলের জেলেরা। পরিবার পরিজন নিয়ে কিভাবে দিন কাটাবে তা নিয়ে চিন্তিত তারা।
তবে জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিষেধাজ্ঞার ২২ দিনে জেলেদের যাতে কষ্ট না হয় সে লক্ষ্যে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে ।নিবন্ধনের বাইরে থাকা জেলেদের নতুন করে নিবন্ধিত করাসহ সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
উপকূলীয় জেলা পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা ৮৫ হাজার। তবে এর বাইরেও অর্ধ লাখ জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।