আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির হুমকিদাতারা পালিয়ে যাবে : তথ্যমন্ত্রী
- আপডেট সময় : ০৯:৪৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আন্দোলনের মাধ্যমে সরকার উৎখাতের হুমকি দিচ্ছে। তবে, আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির হুমকিদাতারা পালিয়ে যাবে। দুপুরে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির কোনো সাফল্য নেই। স্বতন্ত্রভাবে অনেক ইউপি নির্বাচনে অংশ নিয়ে হেরেছে তারা। ছাত্রদের আন্দোলনের ওপর ভর করে একটি মহল দেশে বিশৃঙ্খলার সৃষ্টির পায়তারা করছে বলেও মন্তব্য করেন তিনি। ড. হাছান মাহমুদ বলেন, ছাত্রদের গায়ে কালিমা লেপনের চেষ্টা করছে কেউ কেউ। তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, সরকার তার চিকিৎসার বিষয়ে সর্বোচ্চ সহানুভূতিশীল। তবে, তিনি সাজাপ্রাপ্ত হওয়ায় আইনিভাবে তাঁর বিদেশে গিয়ে চিকিৎসার সুযোগ নেই।