মাদক কারবারীদের রোষানলে পড়ে জীবননাশের শংকায় এক ইউপি সদস্য
- আপডেট সময় : ০১:৩৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
সাভারে এবার প্রকাশ্যে মাদক ব্যবসা পরিচালনাসহ সেবনে বাঁধা দেওয়ায় মাদক কারবারীদের রোষানলে পড়ে জীবননাশের শংকায় রয়েছে এক ইউপি সদস্য। এ ঘটনায় নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন ওই জনপ্রতিনিধি।
শনিবার রাতে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন পরিষদের ১ নং ইউপি সদস্য মান্নান হাওলাদার নিজ নির্বাচনী গ্রাম সাধাপুর পুরানবাড়ী এলাকার বাসিন্দা চিহ্নিত মাদক কারবারী রুমন, তবিন এবং ইকবালের নামে অভিযোগটি দায়ের করেন।
ভুক্তভোগী জনপ্রতিনিধি মান্নান হাওলাদার জানান, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক ব্যাবসা পরিচালনাসহ সেবন করে আসছিল অভিযুক্তরা। এতে এলাকার যুব সমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। সম্প্রতি আইন-শৃঙ্খলা পরিস্হিতি নিয়ন্ত্রণসহ মাদক নির্মূলে পুলিশের উর্দ্ধত্তন কর্মকর্তারা সভা করে গ্রামবাসীর প্রতি আহ্বান জানালেও মাদক কারবারিরা অবাধে তাদের কার্যক্রম চালিয়ে আসছিল। গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে তাদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। বহিরাগ সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মহড়া দেয়ার পাশাপাশি আমাকে এবং আমার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়। এমন অবস্হায় বাধ্য হয়েই আইনের আশ্রয় নিয়েছি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।