মাদক কারবারে জড়িত রাঘববোয়ালদের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই
- আপডেট সময় : ০১:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৬৩৭ বার পড়া হয়েছে
মাদক কারবারে জড়িত রাঘববোয়ালদের লাগাম টানা যাচ্ছে না কিছুতেই। দেশজুড়ে ছড়িয়ে পড়ছে মরণ নেশা। সর্বনাশা এ মাদক নিয়ন্ত্রণ করা না গেলে নতুন প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।
রাজধানীতে উন্মুক্ত জায়গায় কিশোর গ্যাংয়ের সদস্যদের দিবালোকে মাদক সেবন করার দৃশ্য এটি। সাপ্লাই চেইনে মাদক একের পর এক– হাত বদল করছে তারা। তরুণ-তরুণীদের জমজমাট আড্ডায়ও মাদক থাকছে প্রধান অনুষঙ্গ।
অন্যসব নিত্যপণ্যের মত গাজা ও ইয়াবও খুচরা বাজারে ছড়িয়ে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় গাজা বিক্রির এমন পরিস্থিতি জনমনে শঙ্কাও তৈরী করছে।
মাদকের উৎসের বিষয় জানতে চাইলে এসটিভির ক্যামেরা দেখে সটকে পড়ে বিক্রেতারা। বলেন ভিন্ন কথা। নিয়মিত এক মাদকসেবী তুলে ধরেন, তার মাদক ব্যবহারে রহস্যের কথা।
শুধু সমাজের নিচু স্তরে নয়, মাদকে জড়িয়ে পড়েছে ধনী পরিবারের সন্তানরাও। চলচ্চিত্র নায়িকা থেকে শুরু করে মডেল এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ অনেকে নেশার রাজ্যে হাবু ডুবু খাচ্ছে।
অবৈধ মাদক আমদানীতে দেশের বাইরে পাচার হচ্ছে বছরে ১০ হাজার কোটি টাকার বেশী।
ঢাকাসহ সারাদেশে অপ্রতিরোধ্যভাবে মাদকের বিস্তার ঘটছে, পাশাপাশি তা নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীও কাজ করলেও দিন দিন মাদকের সরবরাহও বেড়েই চলছে।
সর্বনাশা মাদক পেছনের মাফিয়াদের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। মাদক নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী প্রজন্ম অন্ধকারে নিমজ্জিত হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের।