মাদক নির্মূলে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী
- আপডেট সময় : ০২:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
মাদক নির্মূলে সর্বাত্মক গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে, এর সাথে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা ও ক্রেতা-বিক্রেতা কাউকেই ছাড় দেয়া হবে না বলে কঠোর অবস্থানের কথা জানায় সংস্থাটি। এদিকে, আইনের প্রয়োগ ও সম্মিলিত চেষ্টায় মাদক প্রতিরোধ করতে হবে– এমন মত দেন বিশেষজ্ঞরা।
চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে—২০১৮ সালের মাঝামাঝি সময়ে দেশজুড়ে বিশেষ অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।মাদক বাণিজ্য এবং সরবরাহের ঘটনায় বন্দুকযুদ্ধে প্রাণ হারায় ৪৬৬ জন। তারপরেও আইন শৃঙ্খলা বাহিনীকে তোয়াক্কা না করে দেদারসে চলছে মাদক বাণিজ্য, সরবরাহ এবং সেবন।পুলিশ হেডকোয়ার্টারের তথ্য মতে, গেল এক বছরে ৩ কোটি ৪০ লাখ ইয়াবা, ৫ লাখ ৫১ হাজার বোতল ফেনসিডিল, ৩০৮ কেজি হেরোইন, ৫৩ হাজার ৫১৪ কেজি গাজা উদ্ধার করে পুলিশ।
দেশে মাদকের বিস্তার বৃদ্ধির কথা স্বীকার করে পাবলিক ও মিডিয়া উইংয়ের সহকারী মহাপরিদর্শক মো. কামরুজ্জামান বলেন, মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবেনা।বিশেষজ্ঞরা বলছেন শুধু আইন করে মাদক নির্মূল করা যাবে না।
শুধু মাদকসেবী ও সরবারাহকারীকে আইনের আওতায় নিলে হবে না–পাশাপাশি গডফাদারদেরকে আইনের আওতায় আনার পরামর্শ বিশ্লেষকদের।