মাদক পুরোপুরি নির্মুল না হওয়া পর্যন্ত চলমান অভিযান আরো কঠোর হবে
- আপডেট সময় : ০৯:১১:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
মাদক পুরোপুরি নির্মুল না হওয়া পর্যন্ত চলমান অভিযান আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো ট্রলারেন্স নীতি অব্যাহত থাকবে। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় রেব-৭ এর প্রধান কার্যালয়ে মাদকের চালান ধ্বংস করতে এসে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে মাদক কারবারিদের সতর্ক করে, সঠিক পথে ফিরে আসার আহবান জানান রেব মহাপরিচালক বেনজির আহমেদ। নাজিম উদ্দিনের ক্যামেরায়, সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন।
২০১৫ সালে চট্টগ্রাম বন্দরে ধরা পড়ে দেশের সবচেয়ে বড় মাদকের চালান। ১০৭ টি ড্রাম ভর্তি কোকেনের আনুমানিক বাজার মুল্য ৯ হাজার কোটি টাকার বেশী। বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে, বড় এই মাদকের চালানটি পাচার করছিলো আন্তর্জাতিক মাদককারবারীরা। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তা রুখে দেয়। টানা ৫ বছর আইনী প্রক্রিয়া চলার পর মাদকের এই বিশাল চালান ধ্বংস করলো রেব।মাদক ধ্বংস অনুষ্ঠানের প্রধান অতিথি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন। এর আগে, রেব ৭ এর প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে মাদকের বিরুদ্ধে নতুন প্রজন্মকে সচেতন করতে গিয়ে, মাদককারবারিদের প্রতি হুশিয়ারী উচ্চারণ করেন রেবের মহাপরিচালক।
বাংলাদেশের সবচেয়ে বড় এই মাদক চালান মামলায় অভিযুক্ত প্রবাসী দুইজন ছাড়া বাকি সবাইকে আইনের আওতায় আনা হয়েছে। প্রবাসী ওই দুই মাদক ব্যবসায়ীকে ফিরিয়ে আনতে ইন্টর্পোলের মাধ্যমে চেষ্টা চলছে বলেও জানায় রেব।