মাদারীপুরের কালকিনিতে প্রতারক আরব আলী গ্রেফতার
- আপডেট সময় : ০৫:০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে প্রতারণা করে টাকা হাতিয়ে নেয়া চক্রের প্রধান সদস্য আরব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সম্প্রতি কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকার নজরুল ইসলামকে স্বল্পমূল্যে ডলার দেয়ার লোভ দেখায় আরব আলীসহ একটি প্রতারক চক্র। এই ঘটনায় আরব আলীসহ চার জনের নামে মামলা করা হয়। অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আরব আলীকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জের তাড়াশে হেরোইনসহ ২ জনকে গ্রেফতার করেছে রেব-১২। যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। এসময় তাদের কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ে কাজে ব্যবহৃত একটি মোটর সাইকেল, দুইটি মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করে রেব।
বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে ৯টি বন্যপ্রাণি উদ্ধার করেছে বিজিবি। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ আল মাহমুদ জানায়, চোরাকারবারীরা এসব বন্যপ্রাণিগুলো সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিল। সীমান্তে বিজিবির নিয়মিত টহলকালে এ বন্যপ্রাণিগুলো উদ্ধার করা হয়।