মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:৪৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৭৫১ বার পড়া হয়েছে
মাদারীপুরের রাজৈরে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।
দুপুরে রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের দক্ষিন নারায়নপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, দক্ষিন নারায়নপুর গ্রামের ইটের সড়কের পাশে ঘাসের উপর একটি রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে, গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর মধুমতি নদী থেকে মঞ্জু গাজী নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারের হাসপাতাল মর্গে প্ররণ করে। নিহত মঞ্জু গাজী সদর উপজেলার করপাড়া ইউনিয়নের পশ্চিম করপাড়া গ্রামের বকুল গাজীর ছেলে।