মাদারীপুরের শিবচরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
মাদারীপুরের শিবচরে আলাদা সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, সকালে জেলার শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের খালেক মোড়লের ছেলে হারুন মোড়ল মোটরসাইকেল চালিয়ে শিবচর থেকে বাড়ি ফিরের পথে পাচ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে পৌছলে পিছন থেকে আসা একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এদিকে, মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে মোঃ ইলিয়াস হাওলাদার নামে এক মুয়াজ্জিন নিহত হয়েছে। সকালে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের শংকরদীরপাড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার শংকরদী গ্রামের লাল মিয়া হাওলাদারের ছেলে ও টেকেরহাট মার্কাজ জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।