অবৈধভাবে বালু উত্তোলনে নদী ভাঙনের কবলে পড়েছে বসতভিটা ও ফসলি জমি

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৪০:০১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
মাদারীপুরের আড়িয়াল খাঁ, পালরদী ও কুমার নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদী ভাঙনের কবলে পড়েছে বসতভিটা ও ফসলি জমি। আইন অমান্য করে একটি প্রভাবশালী মহল প্রতি বছর এসব নদী থেকে বালু উত্তোলন করছে বলে অভিযোগ স্থানীয়দের। জেলা প্রশাসক জানিয়েছেন, শিগগিরই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।
দীর্ঘ দিন ধরে মাদারীপুরের ৪টি উপজেলার বিভিন্ন এলাকায় নদী থেকে বালু উত্তোলন করায় ঘরবাড়ি ভেঙে নিঃস্ব হচ্ছে মানুষ, নদীতে হারিয়ে যাচ্ছে ফসলি জমি। রাজৈরের শাখারপাড়ে ভেঙে গেছে এক কিলোমিটার রাস্তা। এছাড়াও শহরের পাঠককান্দি এলাকায় প্রায় ২ কিলোমিটার এলাকায় ভাঙনদেখা দিয়েছে। অসহায় হয়ে পড়েছে স্থানীয়রা।
অবৈধ বালু উত্তোলনকারীদের শিগগিরই আইনের আওতায় আনা হবে, জানালেন জেলা প্রশাসক। অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা মাদারীপুরবাসীর।