মাদারীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে গণপিটুনীতে মৃত্যু
- আপডেট সময় : ০৪:৫৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে আশঙ্কাজনক হারে বেড়েছে গণপিটুনীতে মৃত্যু। চলতি বছরেই ৫ জনকে পিটিয়ে হত্যার সবগুলো ঘটনাই ঘটেছে গ্রামগঞ্জে। চুরি-ডাকাতি বেড়ে যাওয়া এবং মূল অপরাধীদের বিচার না হওয়ায় এমন হত্যাকান্ড বেড়েছে বলে মত আইনজীবীদের। সচেতনার অভাবেই মানুষ আইন হাতে তুলে নিচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, প্রতিরোধে সামাজিক আন্দোলনের বিকল্প নেই।
চোর-ডাকাত সন্দেহে গণপিটুনীতে একের পর এক হত্যাকান্ড। বেড়েছে ভয় আর আতঙ্ক। মাদারীপুরে গণপিটুনির সময় মানুষের মাঝে নৃশংসতার মনোভাব অনেককে চমকে দিয়েছে। ভাবিয়ে তুলেছে নাগরিক সমাজকে। গণপিটুনিতে মামলা হলেও বিচার পাওয়া যায় না। সবগুলোই ঘটনা ঘটেছে গ্রামাঞ্চলের নিম্নবিত্ত এলাকায়। বিশ্লেষকদের অনেকেই বলছেন, এ ধরণের প্রত্যেকটি অপরাধের বিচার হলে কমে যাবে গণপিটুনী। শুধু এমন হত্যাকান্ড’ই নয়, মাইকে ঘোষণা দিয়ে চোর-ডাকাত সন্দেহে চোখ উৎপাটনসহ ঘটেছে মারধরের একাধিক ঘটনা। পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপনের অভাবে আইনের কঠোর বাস্তবায়ন না হওয়ায় বেড়েছে চুরি-ডাকাতি।
সচেতনার অভাবেই এমন ঘটনা বার বার ঘটছে উল্লেখ করে পুলিশ বলছে, প্রতিরোধে গড়ে তুলবে হবে সামাজিক আন্দোলন। জেলা পুলিশের তথ্য মতে, চলতি বছরে গণপিটুনীতে ৫ জন মারা যাবার ঘটনায় মামলা হলে ৯জন গ্রেফতার হয়। এদিকে ৫টি থানায় শতাধিক চুরির মামলায় গ্রেফতার আড়াইশ। আর ১০টি ডাকাতির মামলায় গ্রেফতার হয়েছে ৪৫ জন।