মাদারীপুরে উপজেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে আসন্ন রাজৈর পৌরসভার নির্বাচন উপলক্ষে উপজেলার আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নির্বাচনের কারণে উপজেলা আওয়ামীলীগের সম্মেলন তারিখ পরিবর্তনের সিদ্ধান্তসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। সকালে রাজৈর বেপারীপাড়ার উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোতালেব মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক বাবু কাজল কৃষ্ণ দে, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জমির উদ্দিন খান, পৌর নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী নাজমা রশীদসহ বিভিন্নস্তরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।