মাদারীপুরে ট্রাকচালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৪:১৬ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
মাদারীপুরে ট্রাকচালক এনায়েত মল্লিককে পিটিয়ে হত্যার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়। ব্যানার-ফ্যাস্টুন হাতে এতে অংশ নেয় এলাকাবাসী ও এনায়েত সহকর্মীরা। এ সময় তারা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। গত ১৩ অক্টোবর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে পেছন থেকে একটি ইজিবাইকের ধাক্কা লেগে ইজিবাইকের গ্লাস ভেঙ্গে যায়। এরই জেরে ক্ষুব্ধ হয়ে ওই সময়ে ট্রাকচালক এনায়েত মল্লিককে পিটিয়ে গুরুতর আহত করা হয়। প্রথমে তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় এনায়েত।