মাদারীপুরে বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে আহত ১৫ জন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩ সেপ্টেম্বর ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
মাদারীপুরের কালকিনিতে বাজার কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে দুইপক্ষের সংঘর্ষে নারীসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। সকালে দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে পূর্ব এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কালাই ইউপি সদস্য দুলাল সরদার ও পরাজিত ইউপি সদস্য আবদুল্লাহ বেপারীর সাথে সমিতির হাট-বাজার কমিটি নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সমাধানে সকালে সালিশী বৈঠকে বসেন স্থানীয় নেতারা। এ সময় দুলাল ও আবদুল্লাহ’র মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটলে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।