মাদারীপুরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৭ জন।
গেল রাতে শিবচর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কুতুবপুরে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, কুতুবপুর এলাকায় পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে উল্টো লেন ব্যবহার করে বরিশালগামী একটি মাইক্রোবাস সার্ভিস এরিয়া-থ্রি পার হওয়ার পরে একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ৯ যাত্রীই আহত হয়। খবর পেয়ে পদ্মাসেতুর কাজে নিয়োজিত থাকা সেনাবাহিনীসহ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তাদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসাপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২ যাত্রী মারা যায়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।