মাদারীপুরে হঠাৎ বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২০:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০২২
- / ১৫৯১ বার পড়া হয়েছে
মাদারীপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ। কেবলমাত্র জেলা সদর হাসপাতালেই গেল ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩২ রোগী। এর ৮০ শতাংশই শিশু। অতিরিক্ত রোগীর চাপ থাকায় মেঝেতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
প্রতিদিন গড়ে ডায়েরিয়া আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের। এদিকে, আবহাওয়া পরিবর্তন হওয়ায় ডায়েরিয়ার রোগী চাপ বেড়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাদারীপুর সিভিল সার্জন ডা. খলিলুজ্জামান হিমু জানান, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও ডায়েরিয়া রোগে আক্রান্ত হলে তরলজাত খাবার খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।