মাদারীপুর ও সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত
- আপডেট সময় : ০৬:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
মাদারীপুর ও সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছে।
মাদারীপুরের কালকিনিতে মাহিন্দ্র চাপায় তৈয়বালি বেপারী নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে মেয়ের বাড়ী থেকে নিজের বাড়ী যাওয়ার সময় তৈয়বালিকে ঢাকা বরিশাল মহাসড়কের ভাংঙ্গাব্রিজ এলাকায় একটি মাহিন্দ্র তাকে চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্রোজেন মন্ডল ওরফে ভোজন মন্ডল নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, তিনি কালিগঞ্জ থেকে বাড়ীর দিকে যাওয়ার সময় কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজের সামনে বিপরিত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন ভোজন মন্ডল । দ্রুত তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।