মাদ্রাসা ও এতিমখানায় রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় এক ছাত্র মারা যাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০২:০৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় রাতের খাবার খেয়ে বিষক্রিয়ায় এক ছাত্র মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও ১৭ ছাত্রকে অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার আগেই ওই ছাত্রের মৃত্যু হয়।
মৃত নিশান নুর হাদী উপজেলার একলাশপুর ইউনিয়নের পূর্ব একলাশপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সে ওই মাদ্রাসা ও এতিমখানার প্রথম জামাতের ছাত্র ছিল। সোমবার রাত সাড়ে ৯ টায় মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় রাতের খাবারের পর এ ঘটনা ঘটে। তাদের মধ্যে ১ জন শিক্ষার্থীর অবস্থা আশঙকা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জান শিকদার জানান, এতিমখানায় শিক্ষার্থীর সংখা মোট ১৩৫ থেকে ১৪০ জন, তবে বর্তমানে প্রায় ৩৫ জন এতিমখানায় অবস্থান করছে।