মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মার্চ ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় বৈষম্য নিরসনের ৫দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ ও মানববন্ধন করেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।
শতভাগ উৎসব ভাতা ও জাতীয়করণসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা ঘন্টাব্যাপী মানববন্ধন করে।
সকালে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান পরিষদের সমাবেশ ও মানববন্ধনে অংশ নেন জেলার শিক্ষকরা।
একই দাবিতে মাগুরায় শিক্ষকবন্ধন করেছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ। শহরের প্রেসক্লাবের সামনে জেলার শতাধিক মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।
সকালে নড়াইল প্রেসক্লাবের সামনেও শিক্ষকরা সমাবেশ ও মানববন্ধন করেছে। ঘন্টাব্যাপী কর্মসূচীতে নিজেদের দাবি দাওয়া তুলে ধরে বক্তব্য দেন শিক্ষক নেতারা।