মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাগেরহাটের খান আকরামসহ ৭ জনের মৃত্যুদন্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
- / ১৭৯২ বার পড়া হয়েছে
৭১’র মুক্তিযুদ্ধে হত্যা, লুণ্ঠনসহ সুনির্দিষ্ট ৭ অভিযোগে বাগেরহাটের খান আকরামসহ ৭ আসামিকে মৃত্যুদন্ডের সাজা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। রায়ে হত্যাসহ ৭টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৭ আসামীকে ফাঁসির সাজা দেয়া হয়। ২০১৮ সালের ১ অগাস্ট সুনির্দিষ্ট ৭ অভিযোগে আসামীদের বিচার শুরু করে ট্রাইব্যুনাল। তদন্ত কর্মকর্তাসহ সাক্ষ্য দেয় রাষ্ট্রপক্ষের ২৭ জন। উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে চলতি বছর ৭ অগাস্ট মামলার রায়ের জন্য অপেক্ষমান রাখা
হয়। প্রসিকিউশন জানায়, ৭ আসামীর মধ্যে পলাতক ৪ জনের সাজা কার্যকর করা হবে গ্রেফতারের পর।