মানবতা বিরোধী অপরাধ : মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি রজব আলী গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫৬:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি কে এম আমিনুল হক রজব আলীকে গ্রেপ্তার করেছে রেব। রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেফতার হয়। ২০১৪ সালে যুদ্ধাপরাধের দায়ে আমিনুলের বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
১৯৭১ এ মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ এলাকায় নিরীহ বাঙালিদের হত্যায় জড়িত ছিল রজব আলী। ২০১৪ সালে মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রইব্যুনাল তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
শনিবার রাতে রাজধানীর কলাবাগানে অভিযান চালিয়ে রজব আলীকে গ্রেফতার করে রেব।
খন্দকার আল মঈন জানান, ‘আমি আলবদর বলছি’ ও ‘দুই পলাশী দুই মীরজাফর’ নামে দুটি বই প্রকাশ করেছিলেন রজব আলী । বইয়ে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং ১৫ আগস্টকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়।
গ্রেপ্তারকৃত রজব আলীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান খন্দকার আল মঈন।