মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘিত করেছে আওয়ামী লীগ সরকার: মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৮:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
একদলীয় সরকার টিকিয়ে রাখতে মানবাধিকারকে চরমভাবে লঙ্ঘিত করেছে আওয়ামী লীগ সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে, বিএনপি নেতাদের দাবি, শুধু রাজনৈতিক কারণে বিদেশে চিকিৎসার সুযোগ দেয়া হচ্ছে না খালেদা জিয়াকে। স্বাধীনতার সুফল পেতে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে ঐক্যের বিকল্প নেই বলেও মনে করেন দলটির নেতারা।
আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎযাপন জাতীয় কমিটি আয়োজিত আলোচনা সভায় জানানো হয়, গত ১৩ বছরে ৬০৭ জনকে গুম করা হয়েছে। খুন করা হয়েছে সহস্রাধিক রাজনৈতিক নেতাকর্মীকে। ৩৫ লক্ষ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানীমূলক মামলা হয়েছে।
গুম হওয়া ব্যক্তিদের স্বজনরাএ সময় তুলে ধরেন নানা অভিযোগ।
রাজনৈতিক প্রতিহিংসা থেকেই সরকার খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ দিচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, এ সরকার দেশের সব স্তম্ভকে ধ্বংস করেছে। গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস এবং প্রশাসনকে দলীয়করণের পর বিচার বিভাগও জনগণের আস্থা হারিয়েছে। গণতন্ত্র ও মানবাধিকার পুনরুদ্ধারে সব দলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান তিনি।
দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও ক্রসফায়ারের মতো বিচার-বহির্ভুত হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশের আমন্ত্রণ না পাওয়া লজ্জার বলে দাবি করেন বিএনপি নেতারা।