মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে তদন্ত জরুরি : নাছিমা বেগম
- আপডেট সময় : ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর ২০২২
- / ৮৯৪৩ বার পড়া হয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুম-খুনের অভিযোগ, সরকারের তদন্ত করা উচিত বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের বিদায়ী চেয়ারম্যান নাছিমা বেগম। ঢাকার সিরডাপ মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি জানান, ১০ বছরে কমিশনের কাছে গুমের ১১৯টি অভিযোগ জমা পড়েছে। আইনি ক্ষমতার অভাবে, কমিশন সরাসরি গুম-খুনের অভিযোগ তদন্ত করতে পারে না বলেও জানান নাছিমা বেগম।
২০১৯ থেকে ২২, গেলো ৩ বছর কেমন ছিল দেশের মানবাধিকার পরিস্থিতি, কি কাজ করেছে মানবাধিকার কমিশন, সেসব প্রশ্নের উত্তর দিতেই গণমাধ্যমকর্মীদের সঙ্গে কমিশনের বিদায়ী এই সংবাদ সম্মেলন। এসময় অনলাইনে অভিযোগ জানবার সুযোগ সৃষ্টির পাশাপাশি ৩ বছরে ১৮শ’ অভিযোগের নিষ্পত্তি কমিশনের বড় অর্জণ বলে মন্তব্য করেন বিদায়ী চেয়ারম্যান।
প্রশ্নত্তোর পর্বে গুম খুন নিয়ে জাতিসংঘের উদ্বেগ এবং কমিশনে কাছে থাকা তথ্য জানতে চায় গণমাধ্যমকর্মীরা।
আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগে তদন্ত হওয়া প্রয়োজন বলে মত দেন তিনি।
রাজনৈতিক অধিকার চর্চার সময় দলগুলোকে দায়িত্বশীল ও সহনশীল ভূমিকা পালনের আহ্বান জানান নাছিমা বেগম।