মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ শীর্ষে : সেলিমা রহমান
- আপডেট সময় : ০৬:১৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩
- / ১৯০৮ বার পড়া হয়েছে
মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ শীর্ষে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন । বিএনপি রাজপথে আছে- থাকবে এরপরেও এই সরকারের অধীনে নির্বাচন মেনে নেয়া হবে না। শিগগিরই বাংলাদেশের জনগণ বর্তমান আওয়ামী সরকারের পতন ঘটাবে বলেও মন্তব্য করেন সেলিমা রহমান।
টানা ৪২ দিনের বেশি সময় ধরে হরতাল-অবরোধের পর এবার বিশ্ব মানবাধিকার দিবসে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির এই মানববন্ধন কর্মসূচি। সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। অংশ নেন আত্মগোপনে থাকা অনেক নেতা । ১১টায় কর্মসূচি থাকলেও সকাল ৮টার পর থেকে মানববন্ধনে যোগ দিতে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপির হাজার হাজার নেতা-কর্মী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক। সরকার প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘন করছে বলে দাবি জানান বক্তারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, মানবাধিকার লঙ্ঘনের দিক দিয়ে বাংলাদেশ এখন নাম্বার ওয়ান। দেশের জনগণ এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে জানিয়ে তিনি মন্তব্য করেন, শিগগিরই তাদের পতনও ঘটানো হবে। এদিকে মানববন্ধন উপলক্ষ্যে প্রেসক্লাব এলাকা ও তার আশপাশে সতর্ক অবস্থানে ছিলো আইনশৃঙ্খলা বাহিনী। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয় জলকামান এবং এপিসিও।