মানসিক ভারসাম্যহীনদের পরিচ্ছন্ন জীবনে ফিরিয়ে নিতে কাজ করছে “তারুণ্যের অগ্রযাত্রা”
- আপডেট সময় : ০২:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বরিশাল নগরীর সড়কে ঘোরাফেরা করা মানসিক ভারসাম্যহীন মানুষগুলোকে পরিস্কার-পরিচ্ছন্ন জীবনে ফিরিয়ে দিতে কাজ করছে “তারুণ্যের অগ্রযাত্রা” নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের ১৯ তরুণ-তরুণী সদস্য নিজেদের মধ্য থেকে চাঁদা তুলে এ কাজ করছেন। একই সাথে ওই সকল মানসিক ভারসাম্যহীনদের খোঁজখবরও রাখছেন নিয়মিত। তবে আর্থিক সঙ্গতি না থাকায় প্রয়োজন মাফিক পোশাক, খাবার এবং চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। মুষ্টিমেয় এ মানুষগুলোর পুনর্বাসনে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিরা বেশীরভাগ সময় একই পোশাক পরিধান ও যেখানে-সেখানে সময় কাটানোর কারণে অপিচ্ছন্ন অবস্থায় থাকেন। ফলে পোশাকের মধ্যে পোকামাকড় বাসা বাধে। শরীরে সৃষ্টি হয় বিভিন্ন ধরনের রোগ। এমনকি দীর্ঘদিন একই অবস্থায় থাকায় চুল, দাড়ি ও নখ বড় হয়ে তাতেও ময়লা আটকে থাকে। ভবঘুরে এই মানুষদের যত্ন নেয়াসহ গোসল করিয়ে নতুন কাপড় পড়িয়ে খাবার তুলে দিচ্ছেন এই তরুন-তরুণীরা।
ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের নিরাপত্তায় সরকার থেকে আশ্রয়স্থানের দাবি জানালেন সংগঠনের সদস্যরা।ভালো কাজগুলো তরুণ রাই শুরু করে। আর তাদের সেই কাজ অনুসরণ করে সড়কে থাকা মানসিক ভারসাম্যহীনদের পুর্নবাসনে সরকার এগিয়ে আসবে, বললেন টিআইবি’র এ নেতা।
সড়কে থাকা ভারসাম্যহীন মানুষদের একত্রিত করে ভবনে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে, বললেন সমাজসেবা অধিদপ্তরের এ কর্মকর্তা। আর জেলা প্রশাসক জানালেন, সমাজসেবার অধীন যে সকল ভবন রয়েছে সেখানে তাদের আশ্রয় দিয়ে চিকিৎসা থেকে শুরু করে সবধরনের সেবা দেয়ার ব্যবস্থা করবেন।
এদিকে, বিভিন্ন সময় বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহনের চাপায় নিহত হচ্ছে ভবঘুরে ভারসাম্যহীন মানুষ এবং ধর্ষনের শিকার হচ্ছে ভারসাম্যহীন নারীরা। তাদের নিরাপত্তায় জরুরী হয়ে পড়েছে পূনর্বাসন। এইসব বিষয় নিয়েও কাজ করছে “তারুণ্যের অগ্রযাত্রা”। এই সব কাজে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।