মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সাবেক ফুটবলার মহসিনের পাশে বাংলাদেশ ক্রিকেট বোর্ড
- আপডেট সময় : ০৯:১৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা সাবেক ফুটবলার মোহাম্মদ মহসিনের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাবেক এই তারকা ফুটবলারের চিকিৎসা ব্যয় বহন করবে বিসিবি। শুধু তাই নয়, মহসিনের জমি সংক্রান্ত জটিলতার বিষয়টিও দেখবাল করবে বোর্ড। সভাপতি নাজমুল হাসান পাপনের নির্দেশে মহসিনের পাশে দাড়িয়েছে বিসিবি, জানিয়েছে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। মহসিন খান। বাংলাদেশ ফুটবল দলের এক সময়ের তারকা গোলরক্ষক।
সম্প্রতি জীবন যুদ্ধে লড়ছেন মহসিন। বিনা চিকিৎসায় ধুঁকছেন। কোনো কিছুই মনে রাখতে পারছেন না। একই কথা বলছেন বারবার। অর্থাভাবে করাতে পারছেন না চিকিৎসা। এমন বাস্তবতায় মহসিনকে আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছে বিসিবি।
শুধু কি চিকিৎসা? বিসিবি সভাপতির নির্দেশে মহসিনকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন বিসিবি। ঢাকা ডার্বিতে কাজী সালাহউদ্দিনের পেনাল্টি ঠেকিয়ে রীতিমতো তারকা বনে গিয়েছিলেন গোলরক্ষক মহসিন। মাঝে দেশ ছেড়ে তিনি পাড়ি জমিয়ে ছিলেন কানাডায়। প্রবাস জীবন ছেড়ে ২০১৪ সালে আবারও দেশে ফেরেন মহসিন। এরপর থেকেই নানা সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।