মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন
- আপডেট সময় : ০৪:১৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পারাপারে অপেক্ষায় রয়েছে প্রায় ৭ শতাধিক যানবাহন।
মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের সর্বশেষ খবর অনুযায়ী শুক্রবার সকাল ১০ টার দিকে পাটুরিয়া প্রান্তে ১শ’র মত যাত্রীবাহী বাস, ১শ’ ব্যাক্তিগত যানবাহন ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক এবং উথুলি সংযোগ মোড়ে আরও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক ফেরি পারাপারের অপেক্ষায় থাকতে দেখা যায়। নদীর তীব্র স্রোতে ফেরির ট্রিপ সংখ্যা কমে যাওয়া এবং শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।
এদিকে, মাদারীপুরের বাংলাবাজার-শিমুলীয়া নৌরুটে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে ফেরি চলাচল বন্ধ থাকার পরও যাত্রী ও যানবাহনে ঘাট সয়লাব হয়ে গেছে। এই নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাট সুত্রে জানা যায়, পদ্মায় তীব্র স্রোতের কারণে বুধবার দুপুর থেকে বাংলাবাজার-শিমুলীয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। তবুও ঘাটে সকাল থেকে যাত্রী ও যানবাহনের প্রচন্ড ভীড় দেখা গেছে।