মানিকগঞ্জে বাণিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষ হচ্ছে
- আপডেট সময় : ১০:১২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৬০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইরে বাণিজ্যিকভাবে গ্লাডিওলাস ফুল চাষ হচ্ছে। তবে চীন থেকে আমদানী করা প্লাস্টিক ফুলের কারণে বাজারে প্রাকৃতিক ফুলের চাহিদা বাড়ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা।
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার তালেবপুর, সায়েস্তা ও ধল্লা ইউনিয়নের ৮ হেক্টর জমিতে গ্লাডিওলাস ফুল চাষ করে ভাগ্যবদল করেছেন স্থানীয় কৃষকরা। এখানে চার রঙের গ্লাডিওলাস ফুল চাষ হচ্ছে। প্রতিটি বীজ থেকে একটি করে চারা এবং ফুল বের হয়। বীজ বপণের ৭০ দিন পরই গ্লাডিওলাস ফুল বিক্রির উপযোগী হয়।
ঢাকার বিভিন্ন ফুলের বাজারে এসব ফুল পাইকারীতে বিক্রি হচ্ছে প্রতিটি ১৫ থেকে ১৮ টাকায়। আবার ফুল তোলার পর সেই গাছের কন্দ সংরক্ষণ করে তা বীজ আকারে বিক্রি হচ্ছে ৩ টাকায়। এতে অল্প সময়েই ভালো আয় হচ্ছে। সিংগাইরের জমি উঁচু ও ফুল চাষের উপযোগী হওয়ায় সারাবছরই এখানে ফুল চাষ হচ্ছে। তবে ক’বছর ধরে চীন থেকে প্লাস্টিকের ফুল আমদানি বেড়ে যাওয়ায় তাদের বাজার নষ্টের কারণে বাড়ছে আশংকা ও ক্ষোভ।
কৃষি বিভাগের সহযোগিতায় সিংগাইরে গ্লাডিওলাস ফুলচাষীর সংখ্যা বাড়ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। পরিবেশ-বিরোধী প্লাস্টিক ফুল আমদানী নিষিদ্ধ করে সরকারি সহযোগিতা বাড়ালে গ্লাডিওলাস ফুলের চাষ আরও বাড়িয়ে তা রপ্তানী বাজারও দখল করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।