মানিকগঞ্জে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম পড়েছে

- আপডেট সময় : ০১:৪৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৬ জানুয়ারী ২০২১
- / ১৫৯০ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে সরিষা ফুল থেকে মধু সংগ্রহের ধুম পড়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মৌচাষিরা ব্যস্ত সময় পার করছে। আবহাওয়া ভাল থাকায় মধু সংগ্রহও হচ্ছে বেশ ভালো। এবছর প্রায় কোটি টাকার মধু পাওয়া যাবে বলে আশা করছে চাষিরা।
মানিকগঞ্জের বিস্তীর্ণ মাঠে এখন হলুদের সমারোহ। বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সরিষায় লাভের আশা দেখছে কৃষক। জেলায় প্রায় ৩৬ হাজার হেক্টর জমিতে এবার সরিষার চাষ হয়েছে। ৭০ থেকে ৮০ জন মৌচাষী বিভিন্ন এলাকায় মৌবাক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন।
আবহাওয়া ভাল থাকায় মধু সংগ্রহও হচ্ছে বেশ। সপ্তাহে প্রতি বাক্স থেকে মিলছে আড়াই থেকে তিন কেজি মধু। বিক্রি হচ্ছে ২০০ থেকে ৩০০ টাকায়। স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে দেশ-বিদেশের বিভিন্ন কোম্পানিতে। মধু সংগ্রহ করায় সরিষার ফলনও ভালো হয় বলে জানায়, কৃষি বিভাগ। চলতি মৌসুমে জেলা থেকে প্রায় কোটি টাকার মধু সগ্রহ করবে মৌচাষিরা।