মানিকগঞ্জে স্বাধীনতার ৫২ বছর পরও নির্মাণ হয়নি ব্রীজ
- আপডেট সময় : ০৩:৫১:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের ধলেশ্বরী নদীর গোপালপুর -রাজর খেয়া ঘাট। যেখানে সাটুরিয়া ও দৌলতপুর উপজেলার প্রায় ৫০ টি গ্রামের হাজার হাজার মানুষ এ ঘাট দিয়ে যাতায়াত করে। প্রতিদিন ৬ শতাধিক কৃষক শুধু দুধ নিয়ে আসেন এ বাজারে। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরও নির্মাণ হয়নি ব্রীজ। ফলে সীমাহীন দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের।
ধলেশ্বরী নদীর পূর্ব সাইডের গোপালপুর, দরগ্রাম, রৌহা, তেবাররিয়া, রাজর, বরাইদ, ছনকা এবং নদীর পশ্চিম পাশের সাটুরিয়া উপজেলার দুলট, কাজরকরি, বরাইদ পশ্চিমপাড়, ছনকা ৩ নং ওয়ার্ড, দৌলতপুর উপজেলার কলিয়া, ঘরিওয়ালা, নাটোয়া বাড়িসহ ৫০টি গ্রামের মানুষের চলাচল এই রাজর ঘাট দিয়ে। ফলে সীমাহীন দুর্ভোগের স্বীকার হচ্ছেন এ নদী পারের মানুষদের।
ব্রীজ না থাকতে ব্যবসায়ীদের বাড়তি টাকা খরচ হচ্ছে। একটি খেয়া ফেল করলেই দুধ নষ্ট হয়ে যায় বলে জানালেন কৃষকরা। গোপালপুর- রাজর ঘাটে ব্রীজের জন্য সয়েল টেস্ট টপোসার্ভে হয়ে গেছে, বুয়েটের টিম এসেও দেখে গেছে, ৩৮০ মিটার ব্রীজের ডিজাইন হয়ে গেছে। এখন আমরা দ্রুত দৃশ্যমান কার্যক্রম শুরু করতে পারব। এলাকাবাসী মনে করছেন, শুধু আশ্বাস বাণী নয়। খুব দ্রুত লাখো মানুষের জনস্বার্থে দ্রুত নির্মাণ হবে ব্রীজ।